• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫০ এএম
আগুন নেভানোর কাজে লেগে পড়েন।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন

নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কাজ করছে নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। এছাড়া উদ্ধারকাজে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিসকে সহায়তার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে পানির বালতি হাতে তুলে নেন বিভিন্ন সংস্থার দায়িত্বরত বাহিনীর সদস্যরা। তারা স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে লেগে পড়েন।

এদিকে কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি। এখনও মার্কেট থেকে কালো ধোঁয়ার বড় বড় কুণ্ডলী ছড়িয়ে পড়ছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সর্বশেষ সকাল ৮টা ৫০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন।

জানা গেছে, রাত ৩টা ৪৩ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে যোগ দেয় আরও দুটি ইউনিট। এরপর আরও তিনটি ইউনিট যোগ দেয়। সর্বশেষ যোগ দেয় আরও ৪টি ইউনিট। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রধান উপকরণ পানির উৎসের সঙ্কট থাকায় এ মার্কেটের আগুন নেভাতে গিয়ে সমস্যার মুখে পড়ে ফায়ার সার্ভিস। পানির উৎস খুঁজতে গিয়ে আগুনের লেলিহান শিখা আরও ছড়িয়ে পড়ে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image