
আন্তর্জাতিক ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে। এ সময় দেশটির আরও এক সেনা আহত হন। ভারতীয় সেনাবাহিনী এমন তথ্য দিয়েছে।
ভারতীয় প্রতিরক্ষা বাহিনী হিমালয় অঞ্চলের রাজৌরি সেক্টরে বেশ কয়েকটি অভিযান শুরু করেছে। গত মাসে অজ্ঞাত হামলাকারীরা ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে গুলি চালালে সেখানে সামরিক অভিযান শুরু হয়।
দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে একটি সামরিক অনুসন্ধান দল পাথুরে ও খাড়া পাহাড়ে ঘেরা" এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের একটি দলকে দেখতে পায়।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীরা সামরিক অভিযানের প্রতিশোধ নিতে বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছে। ওই হামলায় দুই ভারতীয় সৈন্য মারা যায়। পরে আরও তিনজন আহত অবস্থায় মারা যায়।
ভারত সম্পূর্ণ কাশ্মির অঞ্চলের মালিকানা দাবি করলেও পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী চীন ও পাকিস্তান ওই অঞ্চলের মালিকানা দাবি করে থাকে।
তবে কাশ্মিরে এক দশক ধরে চলা বিদ্রোহের জন্য সামরিকভাবে দুর্বল পাকিস্তানকে অভিযুক্ত করে আসছে ভারত। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ ভারতের ওই অভিযোগ অস্বীকার করেছে।
ঢাকানিউজ২৪.কম / এম আর
আপনার মতামত লিখুন: