• ঢাকা
  • বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আগামী ৭ দিন রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৮ পিএম
আগামী ৭ দিন রাজধানীতে
বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে

নিউজ ডেস্ক : ঢাকার রামপুরা উপকেন্দ্রে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য রোববার (১৬ জুলাই) থেকে ২২ জুলাই পর্যন্ত সাত দিন কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে। এজন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ বিভাগ।

শনিবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ ১৬ জুলাই (রোববার) সকাল ৭টা থেকে ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত চলবে। এজন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী ৭ দিন আংশিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে।

জাতীয় গ্রিডের উন্নয়নকাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image