• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাকেরগঞ্জে সরকারী খাস জমির মাটি কাটায় ভ্রাম্য মান আদালতের  জরিমানা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৪৩ পিএম
বাকেরগঞ্জে সরকারী খাস জমির
মাটি কাটায় ভ্রাম্য মান আদালতের  জরিমানা

মোঃ জাহিদুল ইসলাম, বাকেরগঞ্জে (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পাঁচজনকে খাসজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা করা হয়েছে।

বুধবার (১১জানুয়ারি) উপজেলার দললার চরআউলিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের চরআউলিয়াপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তিনি ট্রলারের মালিক মনির হাওলাদারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। শ্রমিক মোকসেদ আলী, রবিউল, রিয়াজুল ও মজিবরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল জানান,অবৈধভাবে খাস জমি থেকে মাটি কাটা ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এক জনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও বাকি চার জন শ্রমিককে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর(১৫)১ ধারায় এ অভিযান পরিচালনা করা হয় । ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image