• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তাইওয়ানের ক্ষেপণাস্ত্র সংস্থার উপ-প্রধানের মরদেহ উদ্ধার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৬ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১৮ পিএম
তাইওয়ানের ক্ষেপণাস্ত্র সংস্থার উপ-প্রধানের মরদেহ
তাইওয়ানের ক্ষেপণাস্ত্র সংস্থার উপ-প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন ইউনিটের উপপ্রধানের মরদেহ একটি হোটেল কক্ষ থেকে শনিবার (৬ আগস্ট) সকালে উদ্ধার করা হয়েছে।

এই মৃত্যুর খবর এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির তাইওয়ান সফর ঘিরে চীনের সঙ্গে উত্তেজনা চলছে। ন্যানসি ও তার পরিবারের বিরুদ্ধে নিষেধজ্ঞা ছাড়াও ওয়াশিংটনের সঙ্গে জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে আলোচনাও স্থগিত করেছে বেইজিং।

দ্বীপাঞ্চলটির সামরিক-মালিকানাধীন ন্যাশনাল চুয়াং-শান ইনস্টিটিউটের উপপ্রধান ছিলেন ওউ ইয়াং লি-হেসাং। এবার তার মৃত্যুর ঘটনায় তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ।

দক্ষিণাঞ্চলীয় পিংটুং কাউন্টিতে তিনি একটি ব্যবসায়িক সফরে ছিলেন। চলতি বছরের শুরুতে বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্পের তত্ত্বাবধানের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

সংস্থাটি বাৎসরিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়ে দ্বিগুণ করছে। অর্থাৎ চলতি বছরে পাঁচ শতাধিক ক্ষেপণাস্ত্র বানানোর পরিকল্পনা করা হয়েছিল। চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার মোকাবিলায় নিজের যুদ্ধপ্রস্তুতি বাড়িয়েছে তাইওয়ান।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image