• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভারতে নাকে নেয়া করোনার টিকাদান শুরু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:১১ পিএম
কোরনা
করোনার টিকা নাকে নিচ্ছে এক রোগী, প্রতীকী ছবি

নিউজ ডেস্ক: চীনে করোনাভাইরাসের প্রকোপ আবারও বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থানে ভারত। শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে ভারতে ইন্ট্রা-ন্যাজাল (নাকে নেওয়া করোনার টিকা) চালু হচ্ছে। বুস্টার ডোজ হিসেবে এই টিকার অনুমোদন দিয়েছে ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ভারত বায়োটেকের ইনকোভ্যাক নামের টিকা শুরুতে ভারতের বেসরকারি হাসপাতালগুলোতে ১৮ বছরের বেশি বয়সের মানুষজনকে দেওয়া হবে।

ভারতের লোকজনকে করোনা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার কভিড পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতজুড়ে করোনার নমুনা পরীক্ষা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন এবং সবাইকে মাস্ক পরারও পরামর্শ দিয়েছন।

চীনে করোনার নতুন বৃদ্ধিতে বিএফ.৭ ভ্যারিয়্যান্টের প্রাধান্যের কথা জানা গেছে। এটি নতুন কোনো ভ্যারিয়্যান্ট নয়, ওমিক্রন বিএ.৫-এর পার্শ্বভ্যারিয়্যান্ট। ভারতে এ পর্যন্ত চারজনের এই বিএফ.৭ শনাক্ত হয়েছে। দেশটির বিশেষজ্ঞরা এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে ভারতে করোনা শনাক্তের সংখ্যা কমতির দিকেই রয়েছে। ১৯ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহটিতে করোনায় ভারতের ১৫৮ জনের মৃত্যু হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image