নিউজ ডেস্ক: এবার কোভিড টিকার জন্য নোবেল পুরস্কার পেলে দুই বিজ্ঞানী। এরা হলেন হাঙ্গেরিতে জন্ম নেওয়া আমেরিকান বিজ্ঞানি ক্যাটালিন ক্যারিকো ও যুক্তরাষ্ট্রের আরেক বিজ্ঞানী ড্রিই উইসম্যান। এম আর এন এ বেস কোবিড টিকার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়।
তাদের নোবেল বিজয়ের খবরটি সুইডেনের ক্যাপিটাল স্টকহোম থেকে দেওয়া হয়।
পুরস্কার দেওয়ার কারণ হিসেবে নোবেল কমিটি জানিয়েছে, ক্যাটালিন এবং উইসম্যানের আবিষ্কারের ফলে ২০২০ সালের শেষের দিকে অত্যন্ত কার্যকর দুটি এমআরএনএ-ভিত্তিক কোভিড-১৯ টিকা উদ্ভাবন সম্ভব হয়েছিল। এই টিকাগুলো বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচিয়েছে এবং আরও অনেক লোকের গুরুতর রোগ প্রতিরোধ করেছে।
এ বছর ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হবে নোবেল বিজয়ীদের নাম। সোমবার (২ অক্টোবর) জানা যাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ী বা বিজয়ীদের নাম। মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থে, বুধবার (৪ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্যে এবং শুক্রবার (৬ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীর নাম জানা যাবে। দুদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: