নিউজ ডেস্ক: পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল (ট্যাজ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করেছেন। এ সময় তার সঙ্গে বন্দরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সকল শহীদ এবং স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
পায়রা বন্দরের চেয়ারম্যান এডমিরাল মোহাম্মদ সোহায়েল (ট্যাজ) বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করেন।পায়রা বন্দরের চেয়ারম্যান এডমিরাল মোহাম্মদ সোহায়েল (ট্যাজ) বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করেন।
এ সময় তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: