• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিসিবির নতুন দায়িত্বে হাবিবুল বাশার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:১৩ পিএম
উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি
হাবিবুল বাশার সুমন

নিউজ ডেস্ক:  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিসিবির নারী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে উইমেন্স উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানান বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এর আগে বিসিবির নির্বাচক হিসেবে কাজ করেছেন বাশার। বিসিবির সর্বশেষ বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বদল আসে নির্বাচক প্যানেলে। মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন চেয়ার হারান। সেই দুই চেয়ারে বসেন গাজী আশরাফ হোসেন লিপু ও হান্নান সরকার। দায়িত্বে রয়ে যান অপর সদস্য আব্দুর রাজ্জাক।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image