• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, টাইটেল স্পনসর ডাচ বাংলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৮ পিএম
বিসিবি
সংবাদ সম্মেলন বিসিবির

নিউজ ডেস্ক: নিউজিল্যান্ড সিরিজে দল ঘোষণা করেছে বাংলাদেশ। তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। 

এদিকে সিরিজের টাইটেল স্পনসর হয়েছে ডাচ বাংলা ব্যাংক। টিকিটের দাম ধরা হয়েছে সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০, ক্লাব হাউস ৫০০ টাকা। নর্থ এবং সাউথ স্ট্যান্ডের টিকিটের জন্য দর্শকদের গুনতে হবে ৩০০ টাকা। আর ১৫০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের।

আগামী ২১ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য সাকিব, মুশফিক, মিরাজ, তাসকিন, হাসান মাহমুদ, শরীফুলদের বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। লিটন কুমার দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলও দিয়েছে সংস্থাটি। দীর্ঘদিন পর দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান। তাছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল।

প্রসঙ্গত, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। 

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image