
নিউজ ডেস্ক: ভারতের মুম্বাইতে চলছে গণেশ পূজা। গণেশ পূজাকে বলা হয় গণেশ চতুর্থী উৎসব।
সিদ্ধি বিনায়ক গণেশের আশীর্বাদ সবার কাম্য। বলিউডের সব তারকাই গণেশ পূজা করে থাকেন। বাদ যায় না সেখানকার মুসলিম তারকারাও।
সালমান খান থেকে শুরু করে সোহা আলি খানের পরিবারও এদিন গণেশ পূজা করে থাকেন।
ছবিতে সপরিবারে সাঈফ আলি খানের বোন সোহা আলি খানকে দেখা যাচ্ছে গণেশ ভগবানের সঙ্গে ছবি তুলতে। বাদ যাবেন কেন সাঈফ কন্যা। সারা আলি খানও গণেশ পূজা করে ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন। অন্য ছবিতে বাংলা পরিচালক রাজ চক্রবর্তীকে দেখা যাচ্ছে স্ত্রী ও সন্তান নিয়ে গণেশ পূজা করতে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: