• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শিক্ষার্থী ঝরেপড়া রোধে সকলকে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫৬ এএম
শিক্ষার্থী ঝরেপড়া রোধে সকলকে কাজ করতে হবে
বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : স্কুল পর্যায়ে শিক্ষার্থী ঝরেপড়া রোধে সকলকে কাজ করার তাগিদ দিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। তিনি বলেন, শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ স্কুলসমূহের মনিটরিং করে থাকেন। মানসম্মত শিক্ষা অব্যাহত রাখা ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), কৃষি, মৎস্য, স্বাস্থ্য ও প্রাণীবিভাগসহ অন্যান্য কর্মকর্তাগণ যখন মাঠপর্যায়ে কাজে যান তখন তাদের সেখানকার স্কুলেও যেতে হবে। শিক্ষার্থীদের ভালো পরামর্শ দিতে হবে। এতে তাদের উৎসাহ বাড়বে, পড়া-লিখায় বেশী মনযোগী হবে। তাদের হাতেই স্মার্ট বাংলাদেশ গঠণের দায়িত্ব বর্তাবে। সবাই মিলে চেষ্ঠা করলে প্রত্যাশিত মেধা-সম্পন্ন জাতি পাবে দেশ। 

নেত্রকোণার বারহাট্টা উপজেলা পরিষদ চত্বরে অফিসার্স ক্লাবে মঙ্গলবার (২৩ মে) বিকেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খায়রুল কবির খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান,  কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শিহাব উদ্দিন, মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা, সিংধা ইউপি চেয়ারম্যান মোঃ নাছিম উদ্দিন তালুকদার, চিরাম ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহ মুহাম্মদ আব্দুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় শেষে বিভাগীয় কমিশনার বারহাট্টা উপজেলায় নির্মিত আনসার ব্যারাক উদ্বোধন এবং আশ্রয়ণ প্রকল্পের ঘর ও অন্যান্য উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image