• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২০ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৪৩ পিএম
যুক্তরাষ্ট্রের টেক্সাস দাবানলের কবলে
টেক্সাসে দাবানল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেইলর কাউন্টি ভয়াবহ দাবানলের কবলে পড়েছে । আগুন এ পর্যন্ত গ্রাস করেছে সাত হাজার একরের বেশি বনভূমি। ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের অর্ধশতাধিক ঘরবাড়ি। স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেইলর কাউন্টিতে ছড়িয়ে পড়া দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। দাউ দাউ করে জ্বলা আগুন চলে এসেছে লোকালয়ের কাছে।

পুড়ে ছাই হয়ে গেছে সাত হাজার একরের বেশি বনভূমি। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। নিরাপত্তা রক্ষায় বন্ধ করে দেওয়া হয়েছে অঙ্গরাজ্যের মধ্যদিয়ে যাওয়া একটি হাইওয়ে। এরই মধ্যে বনাঞ্চলের আশপাশে থাকা বাসিন্দাদেরও সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আগুন নেভাতে নিরলস কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট। তবে অঙ্গরাজ্যজুড়ে অধিক তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টেক্সাস অঙ্গরাজ্যের ১৬টি কাউন্টিতে এরই মধ্যে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ।

 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image