
ডেস্ক রিপোর্টার: কুমিল্লার রাজাপুরে একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রামসহ তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৯ মে) ভোর ৪টার দিকে রাজাপুর রেলস্টেশনের কাছে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। রেলওয়ের ইঞ্জিনিয়ার লিয়াকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর ৪টার দিকে রাজাপুর রেলস্টেশনের কাছে মালবাহী একটি কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রামসহ তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আশা করছি, এক ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: