• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শস্য রফতানি চুক্তি বাতিলের প্রভাব পড়বে না বাংলাদেশে : পরিকল্পনামন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২২ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:২৩ পিএম
শস্য রফতানি চুক্তি বাতিলের প্রভাব পড়বে না বাংলাদেশে
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

ডেস্ক রিপোর্টার : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কৃষ্ণসাগর শস্য রফতানি চুক্তি বাতিলের প্রভাব বাংলাদেশে পড়বে না।

রাজধানীর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে শনিবার (২২ জুলাই) অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, কৃষ্ণসাগর শস্য রফতানি চুক্তি বাতিল হওয়ার বিষয়ে সরকার অবগত। এতে দেশে খাদ্যের কোনো সংকট হবে না। কারণ, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে।

ইউক্রেন থেকে খাদ্য আমদানি সম্ভব না হলে বিকল্প উৎস হিসেবে অন্যান্য দেশ থেকে খাদ্য আমদানি করা হবে বলেও জানান মন্ত্রী।

দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন এম এ মান্নান।

‘রিভার্স অব সাউথ এশিয়া: কানেক্টিং ইকোলজি, এনার্জি, পিপল অ্যান্ড গভর্নেন্স’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের (এনআরসিসি) চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

শনিবার শুরু হওয়া দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের আন্তর্জাতিক নদীবিষয়ক গবেষক, বিশেষজ্ঞ, বিজ্ঞানী, পরিবেশবিদ ও শিক্ষাবিদরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image