
বরিশাল প্রতিনিধি : উপজেলা পর্যায়ে যাত্রা উৎসবের অংশ হিসাবে বাকেরগঞ্জে গনজাগরণের যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যা ৭ টায় পৌর অডিটোরিয়ামে উপজেলা শিল্প কলা একাডেমির আয়োজনে মিলনকান্তি দে রচয়িত যাত্রাপালা জননীর স্বপ্নপূরণ মঞ্চস্হ হয়।
দক্ষিণ বঙ্গ নাট্য সংস্থা (বরিশাল) এর পরিবেশনায় এবং মোঃ মোস্তফা মাস্টারের পরিচালনায় যাত্রানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি সানজিদা রিক্তা অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমলকুমার দাস শিবু।
দীর্ঘ দিন পরে বাকেরগঞ্জে যাত্রা উৎসব অনুষ্ঠিত হওয়ায় বিপূল সংখ্যক দর্শক উপস্থিত হয়।এবং দর্শকদের ভিতরে এক প্রকার আনন্দের ঘনঘটা দেখা যায়।
যেহেতু জননীর স্বপ্নপূরণ যাত্রাপালা মঞ্চস্থ হয়।তাই এই যাত্রানুষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।
এখানে জননী বলতে প্রধান মন্ত্রীকে এবং স্বপ্ন পুরন বলতে পদ্মাসেতু সহ সামগ্রিক উন্নয়নকে বুঝানো হয়েছে। সরকারের উন্নয়নের চিএ সমূহ আগামীতে পূনরায় এই সরকারকে ক্ষমতায় আনার জন্য যাত্রার মাধ্যমে দর্শকদের উদ্বুদ্ধ করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: