
নিউজ ডেস্ক: নারী বিদ্বেষী পোস্টের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের তরুণ উদীয়মান ক্রিকেটার তানজিব সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারী বিদ্বেষী পোস্ট দেওয়ার কারণে তিনি এ ক্ষমা চান। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
জালাল ইউনুস বলেন, ফেসবুকের পোস্টের বিষয়ে তার কাছে জানতে চাইলে, সে সবকিছু জন্য ক্ষমা চেয়েছে। ভবিষ্যতে এমন কাজ সে করবে না বলেছে। তবে আমরা তাকে নজরে রাখবো। তিনি আরো বলেন, তানজিব বলেছে সে নারী বিদ্বেষী নন। তার মা একজন নারী। তিনি নারী বিদ্বেষী হতে পারেন না। সবকিছু জন্য সে অনুতপ্ত।
তানজিবের সেই পোস্ট এখন আর দেখা যাচ্ছে না। হয়ত পোস্টগুলো সে মুছে ফেলেছে। তার পরিবারও তাকে নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে।
প্রসঙ্গত, তানজিব সাকিব সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে দারুণ নৈপুণ্য দেখিয়েছে। এরপর দর্শকরা তার ফেসবুক থেকে এমন কিছু তথ্য বের করেছে, যা রীতিমত ভয়ঙ্কর। এসব পোস্ট ভাইরাল আকারে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। বিষয়টি ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ হলে তারা তানজিবের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। তানজিব তাদের আশ্বস্ত করেছে এমন কাজ সে আর করবে না।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: