• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নাটোরে ২০টি সাদা বক উদ্ধার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৫ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০৯ এএম
নাটোরে ২০টি
সাদা বক উদ্ধার

মো. আবু জাফর , নাটোর প্রতিনিধি  :  চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে শিকারির ফাঁদ থেকে উদ্ধার হওয়া ২০টি সাদা বক পাখি মুক্ত আকাশে অবমুক্ত করেছে পরিবেশকর্মীরা। মঙ্গলবার কাঁকডাকা ভোরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল খুবজীপুর উত্তরপাড়া মাঠে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে পরিবেশকর্মীরা। এসময় পাখি শিকার করা ৭টি ফাঁদ (কিল্লা ঘর) ধ্বংস করা হয় এবং ২০টি সাদা বক পাখি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাখিগুলো মাঠের মধ্যেই অবমুক্ত করা হয়।

গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, মঙ্গলবার ভোরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে খুবজীপুর উত্তরপাড়া মাঠে যায় পরিবেশকর্মীরা। এসময় ৭টি পাখি ধরার ফাঁদ ঘর থেকে ২০টি বক পাখি উদ্ধার করা হয়। পরিবেশকর্মীদের দেখে শিকারীরা পালিয়ে যায়। পরে বিশেষ কায়দায় খেঁজুরপাতা,কলাপাতা ও বাঁশের কুঞ্চি দিয়ে তৈরি ৭টি পাখি ধরার ফাঁদ (কিল্লা ঘর) ধ্বংস করা হয়। প্রতিদিন পরিবেশকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করলেও পাখি শিকারীদের দৌরাত্ম কমছে না। তবে প্রশাসন পরিবেশকর্মীদের সহযোগিতা করলে এই অভিযানগুলো আরো সফলভাবে সম্পন্ন করা যাবে।

এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, পরিবেশকর্মী মনির হোসেনসহ স্থানীয়রা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image