• ঢাকা
  • মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল আজ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৫ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২৯ এএম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল

নিউজ ডেস্ক:   আজ ভারতের মাটিতে তরুণ ফুটবলারদের লড়াই হবে। অনূর্ধ্ব-২০ শ্রেষ্ঠত্ব লড়াই হবে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ । ভারতের ভুবনেশ্বরে কালিঙ্গা স্টেডিয়ামে খেলা সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ বিদায় নিয়েছে। এবার দুই প্রতিবেশীর লড়াই। তারুণ্যের ঝান্ডা ওড়াবার লড়াই।

বাংলাদেশের তরুণ ফুটবলাররা টানা ম্যাচ জিতে ফাইনালে উঠেছে অপরাজিত দল হিসেবে। ভারত হারের মুখ দেখেছে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের চেয়ে ভারত শক্তিশালী হলেও তাদের বিপক্ষে লড়াইয়ের জন্য মুখিয়ে রয়েছে রফিকুল ইসলাম, শাহিন মিয়া, তানভীর হোসেন, মইনুল ইসলাম, মুরশেদ আলী, অনন্ত, পিয়াস আহমেদ নোভা, আক্কাস আলীরা। বাংলাদেশের শহিদুল ইসলাম নেপালের ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন।  আক্রমণভাগে শহিদুল ইসলামের না থাকাটা পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন কোচ। তিনি বলেন, ‘আমরা ভারতের সব ম্যাচ দেখেছি। কৌশলটা কী হবে, তা নিয়ে আমাদের ভাবনা রয়েছে।’ দলের দুই স্ট্রাইকার মিরাজুল ইসলাম এবং পিয়াস আহমেদ নোভা ৭ গোল করেছেন। গোলের মধ্যে রয়েছেন এই দুই স্ট্রাইকার। ভারতের বিপক্ষে জোড়া গোল করেছিলেন নোভা। মিরাজুলও মুখিয়ে আছেন আজ ভারতের জালে বল জড়াবেন বলে।

গতকাল ভুবনেশ্বরে সংবাদ সম্মেলনে ভেঙ্কেটশ বলেন, ‘আমি আমার ফুটবল ক্যারিয়ার কোচিং ক্যারিয়ারের অবিজ্ঞতার কথাগুলো আমাদের ছেলেদের কাছে তুলে ধরেছি। এধরনের ফাইনাল বেশ রোমাঞ্চকর। সঙ্গে এটাও জানিয়েছি ফাইনালে উঠে গেছ বলে এখানে আত্মতুষ্টির সুযোগ নেই।’ ভারতের ডিফেন্ডার হালেন নঙ্কটডু বলেছেন, ‘আমরা অতিআত্মবিশ্বাসে ভুগছি না। আমাদেরকে আরো নমনীয় হতে হবে। বাংলাদেশ ভালো দল। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে পরিকল্পনা মাফিক খেলতে হবে। আমরা এখনো নতুন নতুন শিখছি।

২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। সেবার প্রথম ট্রফি জয় করে ভারত। বাংলাদেশ শেষ মুহূর্তে দ্বিতীয় গোল হজম করে ম্যাচ হেরেছিল।

২০১৭ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত হেরেছিল নেপালের কাছে। এই টুর্নামেন্টের বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়েছিল। নেপালে ২০১৫ সালে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে টাইব্রেকারে বাংলাদেশ হেরেছিল ভারতের কাছে। ফাইনালে ভারত টাইব্রেকারে নেপালের কাছে হেরে যায়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image