• ঢাকা
  • মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হাসান শেখ হলেন সোমালিয়ার প্রেসিডেন্ট


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:০০ পিএম
হাসান শেখ হলেন সোমালিয়ার প্রেসিডেন্ট
সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ

আন্তর্জাতিক ডেস্ক:  দ্বিতীয়বারের মতো সোমালিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হাসান শেখ মোহাম্মদ। ৬৬ বছর বয়সী শেখ মোহাম্মদ ইউনিয়ন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা।
 
রোববার (১৫ মে) দীর্ঘ সময় ধরে চলা নির্বাচনের পর দেশটির সাবেক এই প্রেসিডেন্ট ফের নির্বাচিত হন।
 
হাসান শেখ মোহাম্মদ ২০১২ থেকে ২০১৭ সাল সোমালিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ আবদুল্লাহি ফারমেজো। এই নির্বাচনে শেখ মোহাম্মদ তাকে পরাজিত করেন।
 
সোমালিয়ার ৩২৮ জন আইন প্রণেতাকে নিয়ে এই ভোটের আয়োজন করা হয়। তাদের মধ্যে একজন ভোট দেননি এবং তিনজনের ভোট নষ্ট হয়। শেখ মোহাম্মদ ২২৪টি ভোট পেয়েছেন। আর ফারমেজো পেয়েছেন ১১০ ভোট।
 
জয়লাভের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন শেখ মোহাম্মদ। আগামী চার বছর তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
 
নিরাপত্তা উদ্বেগের কারণে সোমালিয়ায় প্রায় ১৫ মাস পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো। নতুন প্রেসিডেন্ট হিসেবে খরা ও এর প্রভার মোকাবিলা করাই চ্যালেজ্ঞ হবে শেখ মোহাম্মদের। জাতিসংঘ জানিয়েছে, সোমালিয়ায় সাড়ে তিন লাখ মানুষ দুর্ভিক্ষকবলিত।

কিন্তু এর চেয়ে বড় চ্যালেঞ্জ হলো, দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাবকে নিয়ন্ত্রণ করা। আল-কায়েদার সঙ্গে এ বাহিনীর যোগসূত্র রয়েছে। এছাড়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশটিতে খাদ্য-জ্বালানির সংকট ও মুদ্রাস্ফীতি তীব্র হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image