• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০২ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:০৫ পিএম
জাতীয় পার্টি, ঢাকা মহানগর দক্ষিণের, কমিটি ঘোষণা
জাতীয় পার্টি ‌।

নিজস্ব প্রতিবেদক : জহিরুল আলম রুবেল’কে আহ্বায়ক করে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদিত।

শনিবার (০২ মার্চ) জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ও পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি'র সুপারিশে ১৫৩ (একশত তিপ্পান্ন) সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি, ঢাকা মহানগর দক্ষিণ এর নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

১৫৩ (একশত তিপ্পান্ন) বিশিষ্ট আহ্বায়ক কমিটি নিম্নরূপ:-

আহ্বায়ক-জহিরুল আলম রুবেল, যুগ্ম আহ্বায়ক- তারেক এ আদেল (মহানগর), এম এ সোবহান (মহানগর), মোঃ ইব্রাহিম আজাদ (শাহবাগ), আলহাজ্ব মোঃ শাহজাহান (ধানমন্ডি), মোঃ আবুল বাশার বাসু (খিলগাও), এম এ কাইউম (সবুজবাগ), আবুল কালাম আজাদ (সুত্রাপুর), শেখ নেয়ামত উল্লাহ নবু (শাহজাহানপুর), মোঃ জুবের আলম খান রবিন (মতিঝিল), হাজী মোঃ মাসুম চৌধুরী (চকবাজার), মোহাম্মদ মাহবুবুর রহমান খসরু (মহানগর), হুমায়ুন কবির মজুমদার (পল্টন), মোঃ আকতার হোসেন দেওয়ান (যাত্রাবাড়ী),

সম্মানিত সদস্য- আলহাজ্ব সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এড. মোঃ রেজাউল ইসলাম ভূঞা, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, মোঃ আরিফুর রহমান খান, আমির উদ্দিন আহমেদ ডালু, গোলাম মোহাম্মদ রাজু, মোঃ বেলাল হোসেন, মাহমুদ আলম, মীর সামসুল আলম (লিপটন)।

সদস্য- হাজী মোঃ ফারুক, আকবর আলী চৌধুরী, হাজী মোঃ সাদেক আলী সাব্বির, এম এ সাঈদ (হাজারীবাগ), সমরেশ মন্ডল মানিক (মহানগর), শেখ সারোয়ার হোসেন, মোঃ আফতাব গনি (বংশাল), সৈয়দ মোশারফ হোসেন জাফরি (সুত্রাপুর), হুমায়ুন কবির হিরু বাবুল (মতিঝিল), হুমায়ুন কবির কালা (বংশাল), মোঃ শাহজাহান (কামরাঙ্গীরচর), মোঃ অপু সিকদার (কলাবাগান), মোঃ জাকির হোসেন মল্লিক (হাজারিবাগ), মোঃ শাহ আলম দেওয়ান (ধানমন্ডি), মোঃ জমির আলী (খিলগাও), মোঃ শাহদাত হোসেন খান (নিউ মার্কেট), চৌধুরী মোঃ মিজানুর রহমান (রমনা), মোঃ আনোয়ার হোসেন খান লিপন (মুগদা), মোঃ সেলিম আহমেদ (শাহজাহানপুর), মোঃ খরশীদ আহমেদ নোমানী (ওয়ারী), মোঃ আব্দুর রব (শাহবাগ), মোঃ তকদির হোসেন ভূইয়া সেন্টু (যাত্রাবাড়ী), মোঃ ওয়াহেদুল্লাহ (চকবাজার), নুর আহমেদ মোল্লা (ওয়ারী), রাজ্জাকুর রহমান রাজ্জাক (কোতোয়ালী), মোঃ মাহফুজুর রহমান (মহানগর), মোঃ ফজলুল হক (কোতোয়ালী), মোঃ সাহেদ হোসেন খান গেন্ডারীয়া), লিয়াকত হোসেন খোকন (খিলগাও), মোঃ জহিরুল ইসলাম জহির (শ্যামপুর), মিনি খাঁন (পল্টন থানা), শেখ মোঃ সেলিম (মহানগর), মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু (লালবাগ), এস এম শাহবুদ্দিন (মহানগর), হাবুিল্লাহ বাহার টিটু (ওয়ারী), শিপন তালুকদার বাঘা (মহানগর), মোঃ জোবায়ের আলম (যাত্রাবাড়ী), বীর মুক্তিযোদ্ধা এম এইচ মামুন চৌধুরী (খিলগাঁও), নাসির উদ্দিন নেওয়াজ (সুত্রাপুর), অধ্যাপক ড. মোঃ গোলাম কিবরিয়া (মহানগর), মোঃ রইস উদ্দিন (কদমতলী), মোঃ মোতালেব হোসেন (শ্যামপুর), আব্দুল কাদের (কামরাঙ্গীরচর), মোঃ রবিউল্লাহ (সবুজবাগ), আক্তার হোসেন সোহেল (শাহবাগ), মোঃ জাফরউল্লাহ (যাত্রাবাড়ী), ওমর ফারুক রতন (মুগদা), আলমগীর হোসেন (কামরাঙ্গীর চর), পল্লী হোসেন (মতিঝিল), মোঃ হাসান উল্লাহ হাসান (লালবাগ), এড. নজরুল ইসলাম খান (মহানগর), এড. মোঃ ফারুক হোসেন (লালবাগ), মোঃ আমানত উল্লাহ চৌধুরী (শাহবাগ), মোঃ সাইফুল ইসলাম খোকন (খিলগাও), হাজী আব্দুল মান্নান (সুবজবাগ), এস এম রহিম সরদার (সবুজবাগ), মোঃ বেলাল হোসেন বেলাল (খিলগাও), মোঃ আবুল হোসেন আবুল (বংশাল), ডা. এম এ শাহনাত সম্রাট (গেন্ডারীয়া), এমদাদুল ইসলাম রনি (খিলগাও), জাহাঙ্গীর আলম (মহানগর), তাসনিম উদ্দিন সাগর (কোতোয়ালী), নজরুল ইসলাম বস্তুর (সুত্রাপুর), মোঃ জুয়েল ওসমান (কদমতলী), মোঃ আমজাদ হোসেন পিন্টু (বংশাল), মোঃ আনিসুল হক (খিলগাঁও), এফ এম মোশারফ হোসেন ফকির (ধানমন্ডি), মোঃ শাহদাতা হোসেন (যাত্রাবাড়ী), সুজন আহমেদ সাগর (যাত্রাবাড়ী), মোঃ আবুল হোসেন (ওয়ারী), মোঃ নুরু মিয়া (সুত্রাপুর), ডা. মোঃ বজলুর রহমান (কামরাঙ্গীরচর), মোঃ মুজিবর রহমান (কামরাঙ্গীরচর), মো এজাজ (লালবাগ), হেলাল উদ্দিন মোল্লা (হাজারীবাগ), রফিকুল ইসলাম তালুকদার (শাহবাগ), মোঃ আক্তার হোসেন সোহেল (শাহবাগ), মোঃ হাবিব মিয়া (পল্টন), বেলায়েত হোসেন খসরু (ডেমরা), মোঃ আব্দুল মতিন মানিক (রমনা), মোঃ রফিকুল ইসলাম মিয়া (পল্টন), মোঃ আব্দুল্লাহ আল মামুন (মতিঝিল), আনিসুর রহমান (কলাবাগান), মোহাম্মদ আবু ওয়াহাব (মহানগর), হাজী মোঃ লিটন (গেন্ডারিয়া), মোঃ ওয়াদুদ সিকদার (খিলগাঁও), মোঃ শাহজাহান (যাত্রাবাড়ি), সামসুল আলম খোকন (যাত্রাবাড়ি), মোঃ শাহবুদ্দিন (শাহবাগ), মোঃ আনিসুল রহমান মাসুম (মতিঝিল), আব্দুল আজিজ সরদার (কদমতলী), সন্ধ্যা রানী সরকার (মহানগর), মাওলানা মোঃ সাইদুল হক (কদমতলী), মোঃ বাবুল খাঁন (সুত্রাপুর), মোঃ রুহুল আমিন (পল্টন থানা), মোঃ শোয়েব চৌধুরী প্রিন্স (পল্টন থানা), নাজমা বেগম (ধানমন্ডী), মোঃ মাইনুল (কদমতলী), মোঃ সাইদ আলম (বংশাল), মোঃ শাকিল হোসেন মিরাজ (বংশাল), মোঃ সাইফুল ইসলাম বাধন (শাহজাহানপুর), সুলতান মাহমুদ স্বপন (খিলগাঁও), নাহিদুল ইসলাম সোহাগ (খিলগাঁও), আসদ আলী সুমন (খিলগাঁও), আনোয়ার হোসেন আনু (শাহজাহানপুর), আতিকুল হক রানা (শাহজাহানপুর), মোঃ নজরুল ইসলাম (রমনা), মোঃ শহিদুল ইসলাম (রমনা), মনির হোসেন (রমনা), আঃ মান্নান (রমনা), মোঃ আসাদুজ্জামান মানিক (যাত্রাবাড়ি), মোঃ হুমায়ুন কবির (বংশাল), মিজানুর রহমান মিজান (খিলগাঁও) ওহিদুল ইসলাম মোল্লা (কোতোয়ালী), আব্দুস সাত্তার পাতু (কোতোয়ালী), মোঃ হায়দার আলী শশী (কোতোয়ালী), মোঃ শওকত আলী ভূইয়া (মতিঝিল), শামীম আহমেদ (কদমতলী), শফিউল আলম রানা (মতিঝিল), মোঃ মানিক মাহিন(শাহবাগ), আব্দুস সাত্তার (শাহবাগ), শাহদাত হোসেন মুন্না (চকবাজার), সৈয়দ মোঃ দুলাল (ডেমরা), মোঃ নুর আলম (ডেমরা), মোঃ দেলোয়ার ডেমরা), মোঃ ফেরদৌস (ডেমরা), নাহিদুল ইসলাম (মতিঝিল)।

(সংবাদ বিজ্ঞপ্তি)

 

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image