• ঢাকা
  • রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ২০ দিন পর উৎপাদনে যাচ্ছে ​​​​​​​


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৫৩ এএম
২০ দিন পর উৎপাদনে যাচ্ছে ​​​​​​​
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

ডেস্ক রিপোর্টার : পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র দীর্ঘ ২০ দিন পর ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে। রোববার (২৫ জুন) সকালে বিদ্যুৎ কেন্দ্রটির বয়লার স্টার্টাট আপ করা হয়। এতে করে চুল্লি থেকে বের হচ্ছে ধোঁয়া।

বিকাল ৪টায় কারবাইনে কয়লা ভরা শেষ হবে। তখন একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব।

গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে লোডশেডিংয়ের কবলে পরে পুরো দেশ।

বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাত ৩টায় ইন্দোনেশিয়া এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়। ওইদিন সকাল থেকে শুরু হয় কয়লা খালাস কার্যক্রম। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে আসে। গতরাতে কয়লা খালাস শেষ হয়। এ বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট মিলে উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image