
ডেস্ক রিপোর্টার : দীর্ঘ আড়াই মাস পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ৭৬ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে একে একে বেনাপোলে ঢুকছে ট্রাক ভর্তি পেঁয়াজ ।
সোমবার (৫ জুন) সন্ধ্যায় একে একে পেঁয়াজবাহী ট্রাক প্রতিবেশী দেশ ভারত থেকে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। নানা প্রক্রিয়া শেষে রাত ১০টায় শুরু হয় খালাস। সরকার আইপি উন্মুক্ত করায় আড়াই মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন ব্যবসায়ীরা।
আমদানির খবরে প্রথম দিনেই কেজিতে ২০ টাকা কমে ৭৫ টাকায় খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু হয়। আমদানি বন্ধের অজুহাতে এক দিন আগেও দেশের বাজারে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল পেঁয়াজ।
পেঁয়াজ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার চলতি বছরের ১৫ মার্চ থেকে আমদানি বন্ধ করেছিল। তবে দেশে চাহিদার বিপরীতে আমদানি ও পর্যাপ্ত মজুত থাকলেও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ায়। এতে হিমশিম খেতে হচ্ছিল সাধারণ মানুষকে। অবশেষে বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: