• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আটোয়ারীতে এইচএসসি পরীক্ষায় নারী পরীক্ষার্থীর সংখ্যা বেশী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:২৪ পিএম
আটোয়ারীতে এইচএসসি পরীক্ষা
নারী পরীক্ষার্থীর সংখ্যা বেশী

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :  দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে পঞ্চগড়ের আটোয়ারীতেও একযোগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্র সচিবদের দেয়া তথ্যমতে এবার আটোয়ারীতে দু’টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৯৭ জন। তবে পরীক্ষার শুরুতে প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায়  মোট ৭৮৭ জন পরীক্ষার্থীর  মধ্যে ৩৮১ জন পুরুষ ও ৪৫০ জন নারীী।

এরমধ্যে দু’টি কেন্দ্রে ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ (কেন্দ্র নং-০১) কেন্দ্রে প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় ৪৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৫জন পুরুষ ও ২৯৫ জন নারী। এর মধ্যে ৩জন অনুপস্থিত। এ কেন্দ্রে মানবিক বিভাগে ৩৯৯ জন, ব্যাবসায় শিক্ষা বিভাগে ১৬ জন এবং বিজ্ঞান বিভাগে ৩৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। 

এখানে কেন্দ্র সচিব ছিলেন ওই কলেজের  অধ্যক্ষ(ভা: প্রা:) কাজী ফজলে বারী সুজা। ট্যাগ অফিসার ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা এ.এম, আরিফুল ইসলাম। অপরদিকে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ ( কেন্দ্র নং-০২) কেন্দ্রে ৩৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৬ জন পুরুষ এবং ১১১জন নারী। এর মধ্যে প্রথম পরীক্ষায় ৩জন অনুপস্থিত ছিল। তথ্য মতে, এ কেন্দ্রে মানবিক শাখায় ২৫২জন, ব্যাবসায় শিক্ষা শাখায় ১৬ জন ও বিজ্ঞান শাখায় ৬৯জন পরীক্ষার্থী রয়েছে। এখানে কেন্দ্র সচিব ছিলেন ওই কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান। ট্যাগ অফিসার ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন। পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম পরীক্ষা কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছেন। এদিকে  কেন্দ্র দু’টিতে পরীক্ষা চলাকালীন জেলা প্রশাসকের প্রতিনিধি সহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পরিদর্শন করেছেন। কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারগণ জানান, পরীক্ষা নিরিবিলি, কোলাহল মুক্ত , নকলমুক্ত  ও শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার জানান, পরীক্ষা সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য আগেই ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পরীক্ষার সাথে সংশ্লিষ্টদের কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করা হয়েছে। পরীক্ষা চলাকালীন বাহ্যিক সতর্কতা সম্পর্কে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়েছে। 

তারপরেও কেহ বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত হলে তাৎক্ষনিক তাকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারগণ জানান, পরীক্ষা নিরিবিলি, কোলাহল মুক্ত , নকলমুক্ত  ও শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।  

তথ্যমতে, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে এইচএসসি সমমানের পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image