
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল খালেক (৩২) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১৬ নভেম্বর সকাল ১১ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।
এর আগে ভোর সাড়ে ৬ টার দিকে বিজয়নগর উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্স চালক আব্দুল খালেক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে।
অ্যাম্বুলেন্সে শুধু চালকই ছিলেন।খাটিহাতা হাইওয়ে থানার ওসি অকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘটনা পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক আটক করলেও ট্রাকের চালক পালিয়ে যায়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: