
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘরের মাটির দেয়াল ধসে মিশু ও রাফিন নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিশু (১০) উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মান্নাফ মিয়ার মেয়ে ও নিহত রাফিন (১২) তার বড় ছেলে।
এঘটনায় মান্নাফ মিয়া (৪২), তার আরেক মেয়ে ইসু (১০), ও স্ত্রী রোকসানা বেগম (৩৫) আহত হয়েছেন।
জানা যায়, গতকাল রাতে খাওয়ার পর দুই মেয়ে ও এক ছেলেসহ স্ত্রী নিয়ে মান্নাফ মিয়া মাটির তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন। গতকাল রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়েছিল। হঠাৎ পাশের আরেকটি মাটির ঘরের দেয়াল ধসে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে তারা ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে ওইখানে চিকিৎসাধীন অবস্থায় মিশু ও রাফিনের মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় ইসুকে ঢাকায় পাঠানো হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ভোররাতে মাটির ঘরের দেয়াল ধসে একই পরিবারের ৫ জন আহত হয়েছিল। এর মধ্যে ২ শিশু মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: