নিউজ ডেস্ক: রাজনৈতিক সহিংসতাপ্রবণ মণিপুর রাজ্যে কারফিউ শিথিল করছে ভারত সরকার। ৪৫ দিন ধরে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে সহিংসতা বিরাজ করছে। সঙ্গে কারফিউর কারণে জনজীবনে অস্থিরতা নেমে এসেছে।
মণিপুরের রাজধানী ইম্ফলে ডায়না দেবী নামে স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, সকাল ৫টা থেকে বিকাল ৫টার মধ্যে আমরা কারফিউ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। যাতে নাগরিকরা খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারে।
সরকারি চাকরি ও শিক্ষায় অর্থনৈতিক এবং কোটা সুবিধা নিয়ে জাতিগত দুই গোষ্ঠীর মধ্যে ওই দাঙ্গার সূত্রপাত হয়েছিল। গত সপ্তাহে কেন্দ্র সরকারের বরাতে জানা গেছে, ৩ মে শুরু হওয়া ওই সহিংসতায় ৮৩ জন প্রাণ হারিয়েছে এবং ৬০ হাজারেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।
গত বৃহস্পতিবার ইম্ফলে এক মন্ত্রীর বাসভবনে আগুন লাগিয়ে দেয়া হয়। নয়াদিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মণিপুরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে অন্তত ৩২ হাজার নিরাপত্তাকর্মী কাজ করে যাচ্ছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: