• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্রবল ঝড় বৃষ্টিতে অচল নিউইয়র্ক শহর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩২ পিএম
ঝড় বৃষ্টি
লোকজন সারিবদ্ধভাবে চলাচল করছে।

নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টিপাতে আমেরিকার নিউইয়র্ক শহরে নতুন করে বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে নিউইয়র্ক শহরে অবস্থিত লা গর্ডিয়ার বিমান বন্দর বন্দ করে দেওয়া হয়েছে। এছাড়া শহরে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্যার পানিতে শহরের যোগাযোগ ব্যবস্থা থেমে গেছে। সাবওয়েতে পানি ঢুকে পড়েছে। রাস্তা ঘাট বন্যার পানি জমে সয়লাব হয়ে গেছে।

শহরে ২০ সেন্টিমিটার বৃষ্টির হওয়ার কথা জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।  শহরের গর্ভনর ক্যাথি হোচাল একে প্রাণ সংহারকারী তুফান সঙ্গে তুলনা করেন। তিনি নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড, হাডসন ভ্যালিতে জরুরী অবস্থা ঘোষণা করেন।  তিনি ঝড় ও বন্যা কবলিত এলাকাগুলোতে জনগণকে চলাচল না করার অনুরোধ করেন।   

নিউইয়র্ক শহরের মেয়র এরিখ অ্যাডামস জনগণকে নিরাপদে থাকার ও চলার জন্য বিশেষ অনুরোধ করেন। তিনি বলেন, সাবওয়েতে পানি ঢুকে যাওয়ায় সেখান দিয়ে চলাচল কঠিন হয়ে পড়েছে। সূত্র. বিবিসি, সিএনএন

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image