• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গৌরীপুরে প্রবল বর্ষণে প্রায় ২৭৪ কোটি টাকার মাছ ভেসে গেছে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৩৯ পিএম
গৌরীপুরে প্রবল বর্ষণে প্রায় ২৭৪ কোটি টাকার
মাছ ভেসে গেছে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ভেসে গেছে ৪১টি হ্যাচারি এবং ৪হাজার ২৫৯ মৎস্যচাষির ৭হাজার ৫০২টি পুকুরের ২৭৪ কোটি টাকার মাছ। এ ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হারুন অর রশিদ। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৭০ শতাংশ মৎস্যচাষি ও ৮০ শতাংশ পুকুরের মাছ সম্প‚র্ণভাবে (ক্ষতিগ্রস্ত) ভেসে গেছে। এছাড়াও কিছু পুকুরে নেট (জাল) ব্যবহার করে মাছ রক্ষার চেষ্টা করা হয়েছে। পরবর্তী সময়ে বোঝা যাবে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে। এ ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।

জানা যায়, ১০টি ইউনিয়ন ও গৌরীপুর পৌরসভায় ৯হাজার ৪শ ৩টি পুকুর রয়েছে। উপজেলায় মৎস্যচাষির সংখ্যা ৬হাজার ৮৫জন। একটি সরকারি ও ৫৭টি বেসরকারি মৎস্য হ্যাচারি রয়েছে। মৎস্য নার্সারির সংখ্যা ৭৩টি। উপজেলায় ৩লাখ ৫৭হাজার ২৫০জনের জন্য মৎস্য চাহিদা ৭হাজার ৮শ ২৬.০৩টন। উৎপাদন হয় ১৪হাজার ৪শ ৪৩.৬৫ টন। অতিবৃষ্টির পানিতে সৃষ্ট বন্যায় ইতোমধ্যে ভেসে গেছে সাত হাজার ৫০২টি পুকুরের মাছ। ৪১টি হ্যাচারির মা-মাছসহ রেণু পোনা ও মৎস্য নার্সারির কয়েক কোটি পোনা মাছ। এতে এবার চাহিদা পূরণ না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এ বছর মৎস্যচাষে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত বর্মণ মৎস্য হ্যাচারির মালিক যতীন্দ্র চন্দ্র বর্মণ জানান, হ্যাচারির মা-মাছ ও ১৫টি পুকুরের প্রায় ৭৩লাখ টাকার পোনামাছ পানিতে ভেসে গেছে। রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ঝিনুক মৎস্য প্রজনন কেন্দ্রের ভোলানাথ চৌহান জানান, তাঁর খামারের ৫ থেকে ১০কেজি ওজনের রুই-কাতল মা মাছ ভেসে গেছে। বিভিন্ন প্রজাতির ১০/১২ লাখ টাকার মা-মাছ, ৯টি পুকুর থেকে প্রায় ৭০লাখ টাকার বড় মাছ ও পোনা মাছ বেড়িয়ে গেছে। রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত হ্যাচারি ঝলক মৎস্য কেন্দ্রের মালিক অজিত চৌহান জানান, প্রত্যেকটি পুকুরের উপর তিন থেকে চার ফুট পানি, ক্ষতির পরিমাণ নির্ধারণ করা এখন দুঃসাধ্য হয়ে পড়েছে।

রামগোপালপুর ইউনিয়নের মায়ের আশীর্বাদ হ্যাচারি সুনীল চন্দ্র বর্মণের ২২টি পুকুরের প্রায় ৪০ লাখ টাকার মাছ, বলুহা গ্রামের ভাই ভাই মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশ ফিডের মালিক শিবুল মিয়ার চারটি পুকুরের প্রায় ১৩ লাখ টাকার মাছ, ভাই ভাই মৎস্য হ্যাচারির মাসুদ মিয়ার পুকুরের ৪/৫ লাখ টাকার মাছ, ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়ার শৌখিন মৎস্য হ্যাচারির আব্দুল হালিমের সাতটি পুকুরের প্রায় চার লাখ টাকার মাছ, বোকাইনগর ইউনিয়নের ফুলহর গ্রামের আব্দুল গণি মৎস্য হ্যাচারি ও অ্যান্ড নার্সারির মালিক আজিজুল হকের ১৭টি পুকুরের প্রায় ২৫ লাখ টাকার মাছ, হক মৎস্য হ্যাচারির নূরুল হকের সাতটি পুকুরের প্রায় ১২ লাখ টাকার মাছ ভেসে গেছে।

সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্যের তিনটি পুকুর থেকে প্রায় ১০লাখ টাকার মাছ, ভালুকাপুর গ্রামের আনিছুর রহমানের ১৬টি পুকুরের প্রায় ১২লাখ টাকার মাছ, ডৌহাখলা ইউনিয়নের রতন সরকারের ছয়টি পুকুরের প্রায় ২৩লাখ টাকার মাছ, একই এলাকার চয়ন সরকারের তিনটি পুকুরের আট লাখ টাকার মাছ, মরিচালী গ্রামের মৃত কাজিমুদ্দিনের পুত্র ফজলুল হকের ১৩০ শতাংশের তিনটি পুকুরের ৪৪ লাখ টাকার শিং, গোলশা মাছ ও দেশীয় পোনা মাছ, বোকাইনগর ইউনিয়নের বেতান্দর গ্রামের ফুটবলার মোয়াজ্জেম হোসেনের তিনটি পুকুরের প্রায় ৫লাখ টাকার মাছ, রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের জাহাঙ্গীর আলম খানের চারটি পুকুরের প্রায় ছয় লাখ টাকার মাছ, মেহরাব আরেফিন বাধনের ৩টি পুকুরের প্রায় ২৫লাখ টাকার মাছ, সাখায়াত সায়মনের প্রায় ২১লাখ টাকার মাছ, পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র শামীম আনোয়ারের সাতটি পুকুরের প্রায় ১০লাখ টাকার মাছ, পৌরসভার সতিষা গ্রামের আবুহেনা মোস্তফা কামালের দুটি পুকুরের সব মাছ, একই এলাকার মৃত মুর্শেদ আলীর পুত্র আনোয়ার হোসেন বাচ্চুর পুকুরের প্রায় ৫লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। ২নং গৌরীপুর ইউনিয়নের শালিহর প‚র্বপাড়ার মুন্সিরচক এলাকার মো. সেলিমের পুকুরের প্রায় এক লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছের পুকুরের সব মাছ, বলুহা গ্রামের মাছচাষি মিজবাহ উদ্দিন, পার্থপ্রতিম কর, দিবারুল ইসলাম, সাইফুল ইসলাম, খোকন মিয়ার ১৯টি পুকুরের প্রায় অর্ধকোটি টাকার মাছ ভাসা পানিতে বেরিয়ে গেছে। এ প্রসঙ্গে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হারুন অর রশিদ জানান, মৎস্যচাষিরা ক্ষতিগ্রন্ত হলেও তাদের কোনো প্রণোদনা দেওয়া হয়নি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানোর কাজ চলছে। কিছু কিছু মৎস্যচাষি একেবারে নিঃস্ব হয়ে গেছে।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image