• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডিমলায় ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৩৬ পিএম
ঝরে পড়া শিশুদের
শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরে আনতে স্কুল ছাত্রীদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে ডিমলা উচ্চ বিদ্যালয়ে মাঠে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় টুর্নামেন্টটির আয়োজন করেন পল্লীশ্রী।

একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর আর্জেন্টিনা সমর্থক ও  নবম শ্রেনীর ব্রাজিল সমর্থক ছাত্রীদের মধ্যে এই প্রীতি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম,ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সুন্দর খাতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান দুলু, ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, ইউপি সদস্য আবুল কালাম, শিক্ষক গোলজার রহমান, আবু তাহের, পল্লীশ্রীর সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ, মাঠ সহায়ক মাসুদা আক্তার প্রমূখ।

খেলায় পুরো সময় জুড়ে দু-দল এক-এক গোলে ড্র থাকায় ট্রাইবেকারের মাধ্যমে আর্জেন্টিনা সমর্থকরা এক গোলে ব্রাজিল সমর্থকদের পরাজিত করেন। খেলাটি পরিচালনা করেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম ও ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক রেজাউল হাবিব।খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেয়ার পাশাপাশি দু-দলের সকল খেলোয়াড়দের শান্তনা পুরস্কার তুলে দেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image