• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জলঢাকার বিশেষ অভিযানে ১৫ জন জুয়ারী গ্রেফতার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৬ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫৯ পিএম
জলঢাকার বিশেষ অভিযান
জুয়ারী গ্রেফতার

মোঃ মশিয়ার রহমান, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা  বিশেষ অভিযান পরিচালনা করে  জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়ারীসহ ১৫জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৬ আগষ্ট (বুধবার) গভীর রাতে নীলফামারী জেলার সুযোগ্য  পুলিশ সুপার, মোঃ গোলাম সবুর পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায়, জলঢাকা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ, মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে, এসআই উজ্জ্বল, এসআই আকতার হোসেন, এসআই জুয়েল, এএসআই মাইদুল, নুরুল হুদা, মিনহাজুল সহ সক্রিয় চৌকস  অভিযানের  টীম গোপন সংবাদের ভিত্তিতে  পৌরসভাধীন কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ১০ জুয়ারীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেনঃ (১) ওফিয়ার রহমানে ছেলে পাভেল ইসলাম (২) আবু বক্কর সিদ্দিকের ছেলে আব্দুর রাজ্জাক, (৩) রফিকুল ইসলামের ছেলে মোঃ মোখলেছার রহমান @বেল (৪)মৃত আজিজার রহমানের ছেলে   মোঃ বাদশা মিয়া (৫)মৃত তসলিম উদ্দিনের ছেলে  মোঃ ইউনুস আলী (৬)মৃত আব্দুল হালিম এর ছেলে    মোঃ রব্বানী হোসেন (৭) মৃত আব্বাস আলীর ছেলে  মোঃ জিল্লুর রহমান (৮) মৃত আব্দুল হামিদ এর ছেলে    মোঃ জিয়ারুল ইসলাম (৯) লুৎফর রহমানের ছেলে মোঃ খাইরুল ইসলাম উভয়ের সাং- কদমতলী জলঢাকা পৌরসভার (১০) মৃত ইউনুছ আলীর ছেলে মোঃ মনোয়ার হোসেন গ্রামঃ-দুন্দ্বীবাড়ি (মাইজালীপাড়া) গ্রেফতার করা হয়। 

তাহাদের নিকট হইতে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে চটের বস্তা, ০১ বান্ডি তাস, নগদ ৫,৩২০/ (পাঁচ হাজার তিনশত বিশ) টাকা জব্দ করা হয় ৷ 

অপরদিকে বাজার এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা কালীন সময় তাহাদেরকে ফৌঃকাঃবিঃ আইনের ১৫১ ধারা মতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আসামী (১১) বামনা বামনী এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (১২)কচুকাটা উত্তরপাড়া এলাকার মৃত লুৎফর রহমানের  মোঃ আলমগীর হোসেন (১৩) নিজাম উদ্দিনের ছেলে মোঃ শাহিন আলম (১৪) সামসুল ইসলামের ছেলে মোঃ লিটন ইসলাম (১৫) মোঃ হুমায়ুন কবির পিতা- মোঃ লেবু মিয়া সাং- বাইশ পুকুর খালিশা থানাঃ-ডিমলা জেলাঃ-নীলফামারীগনকে গ্রেফতার করা হয়৷ এবিষয় জলঢাকা থানার অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম জানান গ্রেফতারকৃত আসামিগনকে কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে  প্রেরন করা হয়।আমাদের অভিযান অব্যাহত আছে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image