• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গৌরীপুরে ব্যরিস্টার সুমন একাডেমীর প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫৭ পিএম
ব্যরিস্টার সুমন একাডেমীর
প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (২১অক্টোবর) বিকাল ৪টায় গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ ও গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ।

খেলায় দুই দলের লড়াইয়ে গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ ও ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ ১-১ গোলে অমীমাংশিতভাবে শেষ হয়। উপজেলার বিভিন্ন প্রান্থ থেকে এসে হাজার হাজার দর্শক এ খেলাটি উপভোগ করেন।

খেলা পরিচালনা করেন রেফারী পৌরসভার কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, সহকারী রেফারি হিসেবে ছিলেন মঞ্জুর আহমেদ বাহার, ফখরুল ইসলাম ও চতুর্থ রেফারি হিসেবে ছিলেন নজরুল ইসলাম। খেলায় ধারাভাষ্যকর হিসেবে ছিলেন শাহজাহান মৃধা, এমএন নূরুল আমিন, আল-আজাদ ও সাজ্জাতুল ইসলাম। 

খেলা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যারিস্টার সুমন একাডেমীর প্রধান ও ফুটবল একাদশের অধিনায়ক ব্যরিস্টার সায়্যেদুল হক সুমন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি প্রমুখ। 

খেলাশেষে ব্যারিস্টার সুমন তাঁর বক্তব্যে বলেন, গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার খেলা ভালো হয়েছে। এভাবে এ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এরকম খেলাধূলা হলে যুব সমাজ মাদকের কবল থেকে রক্ষা পাবে। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোহাম্মদ সামদানী খান সুমন, আব্দুল্লাহ আল আমিন জনি, আল মোক্তাদির শাহীন, সালাহ উদ্দিন রুবেল। পরে দু’দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image