• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফেনসিডিলের বিকল্প ফেয়ারডিল ৩৪ বোতলসহ ২ যুবক আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৮ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৫৭ পিএম
৩৪ বোতল ফেয়ারডিল
ফেয়ারডিলসহ ২ যুবক আটক

দিনাজপুর প্রতিনিধি: ফেনসিডিলের বিকল্প হিসেবে নতুন করে ফেয়ারডিল নামের মাদক সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করছে। দিনাজপুরের হিলিতে ৩৪ বোতল ফেয়ারডিলসহ শিবলু আকতার (১৯) ও বাধন সরকার (২৩) নামের দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (৮ জুলাই) দুপুরে হিলি রেলওয়ে জিআরপি ফাড়ির সামনে থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃত শিবলু হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের নাছিম উদ্দিনের ছেলে ও বাধন একই এলাকার মোনার ছেলে।

হিলি রেলওয়ে জিআরপি ফাড়ি ইনচার্জ কায়কোবাদ হোসেন জানান, শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় সীমান্ত অতিক্রম করে দেশে মাদক নিয়ে একটি চোরাকারবারী দল প্রবেশ করবে এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে সকাল থেকেই সতর্কবস্থানে ছিল হিলি রেলওয়ে পুলিশ  ফাড়ির সদস্যরা। ঠিক নামাজ শেষের আগমুহুর্তে দুই যুবক একটি বস্তা নিয়ে দৌড় দিলে দায়ীত্বরত পুলিশ সদস্য ফাড়ির সামনে থেকে তাদের আটক করে।

এসময় তাদের নিকট থেকে ৩৪ বোতল ফেয়ারডিল নামের নতুন মাদক উদ্ধার করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পুর্বক পার্বতীপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ঢাকানিউজ২৪.কম / মোঃ লুৎফর রহমান/কেএন

আরো পড়ুন

banner image
banner image