• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সুন্দরগঞ্জে দুই নেতাসহ ৯ জুয়ারি আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩২ এএম
সুন্দরগঞ্জে দুই নেতাসহ
জুয়ারি আটক

আঃ খালেক মন্ডল, গোবিন্দগঞ্জ প্রতিনিধি, গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলায় জুয়া খেলার সময় কৃষক লীগের উপজেলা সহ-সভাপতি ও তাঁতী লীগের সভাপতিসহ ৯ জুয়ারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামের এনএস ইটভাটার পরিত্যাক্ত ঘরের ভেতরে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে ও তাঁতী লীগের উপজেলা সভাপতি ইউনুছ আলী (৪০), মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুল হামিদ (৪৪), মৃত বারী উদ্দীনের ছেলে মো. সাহেদুল ইসলাম (৪৩), মৃত আতাউর রহমানের ছেলে মো. মশিউর রহমান (৪২), মৃত ফজলুল হকের ছেলে মো. শাহ জাহান মিয়া (৪০), মৃত বাবু মিয়ার মিয়ার ছেলে মো. জিয়াউল হক (৩৫), মো. আব্দুল হামিদের ছেলে মো. দিদারুল ইসলাম (৪০), হুড়াভায়া খাঁ গ্রামের মো. আবু সাঈদ মিয়ার ছেলে মো. সাজেদুল করিম (৪৪) ও তারাপুর ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে কৃষক লীগের উপজেলা সহ-সভাপতি মিলন সরকার (৪৩)।

পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামের এনএস ইটভাটার পরিত্যাক্ত ঘরে জুয়া খেলার সময় হাতে নাতে ওই ৯ জন জুয়ারিকে আটক করা হয়। একইসঙ্গে জুয়ার খেলার তিন বান্ডিল খোলা তাস ও জুয়ার বোর্ডে থাকা নগদ ৪৮ হাজার ২০০ পঞ্চাশ টাকা জব্দ করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image