
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে দুই বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গাগলা। শিশুটির নাম রাকিব (২)। সে গাগলা গ্রামের জামাল উদ্দিনের পুত্র। সে দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট।
শিশুটির চাচা ফক্কর উদ্দিন জানান, এদিন বিকালে শিশুটি তার বারার সাথে বাড়ি থেকে বের হয়। পরে আবার তিনি শিশুটিকে বাড়িতে রেখে আসেন। তখন শিশুটির মা ঘুমিয়েছিলেন। তার মা ঘুম থেকে জেগে শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজাখুজি করতে থাকে। এসময় এক প্রতিবেশি বাড়ির সামনের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন। রাকিবকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে শিশুটি কোন এক ফাঁকে একা একা বাড়ি থেকে বের হয়ে গিয়ে পুকুরে পড়ে যায়। গৌরীপুর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজেন্দ্র দেবনাথ বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: