
নিউজ ডেস্ক: সোমবারের ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এভাবে টানা দ্বিতীয় জয় পেল নিউজিল্যান্ড দল। এর আগে ইংল্যান্ডকে হারিয়েছে কিউই দল। তবে এই জয়ের পর পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করেছে নিউজিল্যান্ড দল। ২ ম্যাচ পর নিউজিল্যান্ডের পয়েন্ট ৪। এছাড়া কিউই দলের নেট রান রেটও চমৎকার। এ কারণে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড দল।
জয়ের জন্য নেদারল্যান্ডের কাছে ৩২৩ রানের টার্গেট ছিল। কিন্তু ডাচ দল ৪৬.৩ ওভারে মাত্র ২২৩ রানেই থেমে যায়। এভাবে ৯৯ রানে সহজ জয় পেল নিউজিল্যান্ড। টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখে পড়তে হলো নেদারল্যান্ডস কে। এর আগে নেদারল্যান্ডসকে হারিয়েছিল পাকিস্তান।
নেদারল্যান্ডের কলিন অ্যাকারম্যানের ফিফটি, বাকি ব্যাটসম্যানরা হতাশ করেছে। যে কারণে খেলায় কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারেনি।...
নেদারল্যান্ডসের হয়ে সবচেয়ে বেশি রান করেন কলিন অ্যাকারম্যান। কলিন অ্যাকারম্যান ৭৩ বলে ৬৯ রান করেন। ইনিংসে মারেন ৫টি চার। একই সময়ে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস ২৭ বলে ৩০ রান করেন। তবে নেদারল্যান্ডসের বেশিরভাগ ব্যাটসম্যানই কম রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এ কারণে নেদারল্যান্ডস দলকে বড় পরাজয়ের মুখে পড়তে হয়েছে।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন মিচেল স্যান্টনার। যেখানে ম্যাট হেনরি ৩ জন খেলোয়াড়কে আউট করেন। এছাড়া রচিন রবীন্দ্র ১ উইকেট নেন।
এর আগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে ওপেনার উইল ইয়ং ৮০ বলে ৭০ রান করেন। যেখানে কিউই অধিনায়ক টম ল্যাথাম ৪৬ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। রচিন রবীন্দ্র ৫১ বলে ৫১ রান করেন।
নেদারল্যান্ডসের হয়ে আরিয়ান দত্ত, ভ্যান মিকেরাম ও ভ্যান ডের মেরওয়ে ২টি করে উইকেট নেন। এছাড়া বাস ডি লিডের ১ উইকেট নেন।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: