
শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে তানিশা আক্তার মীম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু গৌরীপুর পৌর শহরের প‚র্ব ভালুকা মহল্লার রাসেল মিয়ার মেয়ে।
স্থানীয় স‚ত্রে জানা গেছে, তানিশা আক্তার মীমের নানার বাড়ি উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামে। ঈদের পর সে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার সকালে সে সবার অলক্ষে ঘর থেকে বের হয়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশে পুকুরে পানিতে তাকে মৃত ভাসতে দেখে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোন অভিযোগ নেই। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: