• ঢাকা
  • সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

র‍্যাব বিশেষ নিরাপত্তা দেবে প্রতিমা বিসর্জনে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৪ পিএম
র‍্যাব প্রতিমা বিসর্জনে বিশেষ নিরাপত্তা দেবে 
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন

নিউজ ডেস্ক : দুর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিমা বিসর্জনে বিশেষ নিরাপত্তা দেবে । র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন বলেছে, ‘বিশেষ নিরাপত্তার জন্য যা প্রয়োজন সবকিছু করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে র‍্যাব।’

রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার দুপুরে নিয়মিত পরিদর্শন গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মঈন বলেন, ‘প্রতিটি বিসর্জনসহ পূজা চলাকালে সারা দেশে স্পেশাল নিরাপত্তা প্রয়োজন হলে র‍্যাব দেবে।’

তিনি বলেন, ‘গত ১৬ অক্টোবর থেকে র‍্যাব বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে ৪ হাজারের বেশি সদস্য সাদা পোশাক ও ইউনিফর্মে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। র‍্যাবের স্পেশাল বাহিনী, ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের স্পেশাল ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘র‍্যাব দুর্গাপূজায় এখন পর্যন্ত সফলভাবে র‍্যাব দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। দেশের প্রতিটি এলাকায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ব্যাটালিয়নের ইউনিট প্রধানরা পূজার নিরাপত্তা পরিদর্শনে যাচ্ছেন। 

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘এক শ্রেণির স্বার্থান্বেষী মহল গুজব ছড়ানোর চেষ্টা করে। তাদেরকে আইনের আওতায় আনতে র‍্যাবের সাইবার ইউনিট কাজ করছে।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image