নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবু সাঈদ চাঁদের হুমকিকে ‘মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত বক্তব্য’ বলছে বিএনপি। গতকাল বুধবার বিবৃতি দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ‘একটি বক্তব্যকে অজুহাত বানিয়ে বর্তমান শাসকগোষ্ঠী ঘৃণ্য অপরাজনীতি ও জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে।’
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ গত ১৯ মে পুঠিয়ায় দলীয় সমাবেশে বলেছিলেন, ‘আমরা আর ২৭ বা ১০ দফা দাবি করব না, এখন একটাই দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর দফা।’ এর পর রোববার ঢাকায় দলের সমাবেশে এ উক্তি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নেতাকর্মীকে বলব, আর শান্তি সমাবেশ নয়, তাদের (বিএনপি) প্রতিরোধ করা হবে।’ পরদিন সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনে আবু সাঈদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মামলা করেন ক্ষমতাসীনরা।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘মুখ ফসকে বেরিয়ে যাওয়া আবু সাঈদের একটি অনাকাঙ্ক্ষিত বক্তব্যকে কেন্দ্র করে তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এখন তাঁর আত্মীয়স্বজনের ওপরও নির্দয় আচরণ শুরু করেছে সরকার। অথচ আওয়ামী লীগ নেতারা প্রায়ই বিএনপি নেতাদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। আবু সাঈদের চার বছর বয়সী নাতনি আরিশাসহ মেয়ে জাকিয়া সুলতানা, বড় বোনের মেয়ে মাসুদা আক্তার ও ছোট মেয়ের জামাই শেখ সালাউদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, ‘অস্তিত্বের প্রশ্নে বেসামাল শাসকগোষ্ঠী যত ষড়যন্ত্র ও কূটকৌশল করুক না কেন, জনগণের রোষানল থেকে রেহাই পাবে না।’ আবু সাঈদের স্বজনদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: