• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণ করা হয়েছে: আতিক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:১৪ পিএম
নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, শতভাগ এলাকায় বেধে দেয়া সময়ের মধ্যে কোরবানির ময়লা অপসারণ করা হয়েছে। সোমবার (১১ জুলাই) রাজধানীর গুলশানে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নগরবাসীর সহায়তায় আমরা গতকাল রোববার (১০ জুলাই) রাত ১০টার মধ্যে সব বর্জ্য অপসারণ করতে পেরেছি। আজও বিভিন্ন স্থানে যারা পশু কোরবানি করেছেন সেসব বর্জ্যও দ্রুত সরিয়ে ফেলা হচ্ছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

আর উত্তরের বিভিন্ন এলাকার অলিগলি রাস্তাঘাট পরিস্কার থাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

ঢাকার দুই সিটি করপোরেশন মিলে প্রায় ১৭ হাজার মে. টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

ত্যাগের মহিমায় প্রতিবছর পবিত্র ঈদুল আজহা আসলেও কোরবানি পরবর্তী পশুর বর্জ্য অপসারণে বরাবরই চ্যালেঞ্জ নিতে হয় নগর কর্তৃপক্ষকে। তবে গত কয়েক বছরের তুলনায় বেধে দেয়া সময়ে পশুর বর্জ্য অপসারণে বেশ চমক দেখিয়েছে তিলত্তমা ঢাকার দুই করপোরেশন।

ঈদের দ্বিতীয় দিনে অনেকে কোরবানি করায় পশুর বর্জ্য জমে দক্ষিণের বিভিন্ন স্থানে। তবে পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত সময়ের মধ্যে তা সরিয়ে নেন। যদিও সকাল থেকে ঢাকা দক্ষিণের খিলগাঁও, দয়াগঞ্জ, ওয়ারির বিভিন্ন স্থানে বর্জ্যের স্তুপ দেখা গেলেও বেলা বাড়তেই তা সরিয়ে ফেলে নগর কর্তৃপক্ষ।

গতকাল ঈদের দিন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস ও উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image