• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে : পরিকল্পনামন্ত্রী 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫১ পিএম
নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

নিউজ ডেস্ক : আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, সেটা দেশের মানুষ জানে বলেছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান । সেই সুষ্ঠু নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিবে ।   

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের প্রশাসনিক কাম মাল্টিপারপাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে শনিবার সকালে এসব কথা বলেন তিনি ।   

মন্ত্রী বলেন, দেশে ব্যাংকখাতগুলো থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষগুলো নেবে, সরকার এটার জন্য স্পেশাল কোনো আইন তৈরি করবে না ।  

তিনি বলেন, জামায়াত জঙ্গি সংগঠন সেটা দেশের মানুষ জানে। সুতরাং জামায়াত জাতীয় নির্বাচন করতে পারবে কি না, তাদের নিবন্ধন দেওয়া হবে কি না সেটা সরকারের দেখার বিষয় নয়, দেশে নির্বাচন কমিশন দেখবে । নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে নেব ।   

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ । 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image