• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

২৫ জানুয়ারি গণফোরাম-বাংলাদেশ পিপলস পার্টির সমাবেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৫৭ পিএম
গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি
গণফোরাম-বাংলাদেশ পিপলস পার্টির মতবিনিময়

নিউজ ডেস্ক:  রবিবার বিকাল ৫টায় গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর কার্যালয়ে গণফোরাম-বাংলাদেশ পিপলস পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মোস্তফা মোহসীন মন্টু বলেন- গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনসাধারণের নাভিশ্বাস উঠেছে। জনগণের শান্তির কোন ব্যবস্থা এই কর্তৃত্ববাদী সরকার করে নাই। যেহেতু ২০১৪ ও ২০১৮ সালে যথাক্রমে ভোটারবিহীন নির্বাচন ও ভোট ডাকাতির নির্বাচনে দলীয় সরকারের অধীনে অগ্রহণযোগ্য নির্বাচনে জবরদখল করে ক্ষমতায় এসেছে। তাই জনগণের প্রতি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে যাচ্ছে গণবিরোধী সরকার। গণতন্ত্র পুনরুদ্ধারে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবিতে আগামী ২৫ জানুয়ারি-২০২৩, বুধবার রাজপথে থাকবে গণফোরাম-বাংলাদেশ পিপলস পার্টি সহ সমমনা রাজনৈতিক দল সমূহ।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক ও পিপলস পার্টির মহাসচিব আবদুল কাদের।

উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি মহিউদ্দিন আবদুল কাদের, সভাপতি পরিষদ সদস্য হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, যুব সম্পাদক তাজুল ইসলাম, ছাত্র সম্পাদক অ্যাডভোকেট মোঃ সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু, কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক হোসেন।

পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান, গোলাম মোস্তফা, মোঃ মামুন হোসেন, বিলকিস খন্দকার প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image