• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হরিরামপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:০৬ এএম
উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর

সাকিব আহমেদ, মানিকগঞ্জ:  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার  ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ১০টি ঘর হস্তান্তর করা হয়েছে।

২৬ এপ্রিল (সোমবার) বেলা ১২টার দিকে হরিরামপুর উপজেলা পরিষদ হল রুমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের কবুলিয়ত দলিল, নামজারী খতিয়ান, ডিসিআরসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করে উপজেলা প্রশাসন। এ ছাড়াও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদের উপহার সামগ্রীও  প্রদান করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মো. মহসীন মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ দেওয়ান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. আজিম খান,  মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে উপজেলার ২টি ইউনিয়নের ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ করে খাস জমি বন্দোবস্ত দিয়ে একটি করে সেমি পাকা গৃহ নির্মাণ করে দেওয়া হয়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image