নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল গুলোর সংগঠন অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন (ওনেব)'র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দুই বছর মেয়াদী কমিটির সভাপতি হিসেবে মোল্লা এম আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
শনিবার (০৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ১ টা থেকে ভোট শুরু হয়ে ২ টা শেষ হয়ে যায়।এদিন অনুষ্ঠানে সভাপত্ত্বি করেন মোল্লা এম আমজাদ হোসেন, সঞ্চালনা করেন শাহীন চৌধুরী।
এছাড়াও সহ সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লতিফুল বারী হামিম ও সৌমিত্র দেব। যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আশরাফুল কবির এবং মোঃ মোস্তাকিম সরকার। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মিঠু, তৌহিদুল ইসলাম মিন্টু, রফিকুল বাশার, অধ্যাপক অপু উকিল, হামিদ মোঃ জসিম, অয়ন আহমেদ, মহসিন খান, খোকন কুমার রায় প্রমুখ।
ভোটে প্রধান নির্বাচন কমিশনানের দায়িত্ব পালন করেন ইউএনবির সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন। তার সঙ্গে ছিলেন গ্লোবাল টিভির সৈয়দ ইশতিয়াক রেজা এবং জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য জুলহাস আলম।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: