• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানীর বিনোদনকেন্দ্রে মানুষের ভিড়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫২ পিএম
বিনোদনকেন্দ্রে মানুষের ভিড়
বিনোদনকেন্দ্র

ডেস্ক রিপোর্টার: রাজধানীতে ঈদ আনন্দ টানা দুই বছর পর চিরচেনা রূপে ফিরেছে । ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ব্যাপক সমাগম।

বুধবার সকালে বৃষ্টির কারণে খুব একটা ভিড় না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রাজধানীবাসী সপরিবারে ঘুরতে বেরিয়ে পড়েন বিনোদনকেন্দ্রগুলোতে। রাজধানী ও রাজধানীর বাইরের মানুষের ব্যাপক সমাগম ঘটেছে চিড়িয়াখানায়। প্রাণি দেখা এবং তাদের চেনা ও চেনানোর যেন হিড়িক লেগেছে। নেই রোদ, নেই বৃষ্টি তবে আকাশ মেঘলা। তাতেই বেড়িয়ে আরাম পাচ্ছেন দর্শনার্থীরা।

ঈদের পরদিন অনেক মানুষ এসেছেন রাজধানীর শ্যামলিতে ডিএসসিসি ওয়ান্ডারল্যান্ড শিশুমেলায়। সব বয়সের মানুষ আছেন। ছোটদের পাশাপাশি বড়রাও রাইডে চড়ছেন। দু'একটি রাইড নষ্ট থাকলেও মেরি গো রাউন্ড, চুক চুক ট্রেনে, সোয়ান, টুইস্ট রাইডগুলোতে ভিড়। মেরি গো রাউন্ড ও ট্রেনে শিশুদের পাশাপাশি বড়য়াও চড়েন। এছাড়াও  ঈদের উপলক্ষে নতুন রাইড এসেছে বাম্পার কার ও এয়ার ক্রাফট।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image