
ষ্টাফ রিপোর্টার : জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগণ বলেন, দেশে বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনসহ নানা কারনে দেশের হিন্দু সম্প্রদায় দেশত্যাগ করতে বাধ্য হচ্ছে। বর্তমান সরকার সংখ্যালঘুদের সম্পর্কে সবসময় উদাসীন।
বক্তাগণ আরও বলেন, আগামী নির্বাচনের পূর্বে সরকার যদি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের দাবী না মানে তবে এ সম্প্রদায় ভোট বর্জনের মত কর্মসূচী নিতে বাধ্য হবে।
মানব বন্ধনে হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, সিনিয়র সহ সভাপতি অ্যাডঃ প্রদীপ কুমার পাল, প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডঃ প্রতিভা বাকচী, যুগ্ম মহাসচিব নকুল কুমার মন্ডল, দপ্তর সম্পাদক কল্যাণ মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডঃ অচ্যুতানন্দ ঘরামী, প্রচার সম্পাদক বিপ্লব মিত্র, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের প্রধান সমন্বয়কারী মিল্টন বিশ্বাস, হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ শঙ্কর, নির্বাহী সভাপতি গৌতম সরকার অপু, সাংগঠনিক সম্পাদক তাপস বিশ্বাস রাজিব, ছাত্র মহাজোটের সভাপতি সভাপতি সাজেন কৃষ্ণ বল, প্রকাশনা সম্পাদক বিধান সরকার অর্থ, ধর্ম বিষয়ক সম্পাদক প্রশেষিত হালদার, কল্পন মৃধা, প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: