নিউজ ডেস্ক: টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।
টানা তিন জয়ে কিউইরা যতটা আত্মবিশ্বাসের হাওয়ায় দুলছে, এক ইংল্যান্ড বধের মাধ্যমেই আফগানরা তার চেয়ে বেশি আত্মবিশ্বাসে উড়ছে। যে আত্মবিশ্বাসের বেলুনে চড়ে আজ আবার আরেকটি অঘটনের জন্ম দিতে তৈরি আফগান ক্রিকেট সেনারা।
যদিও পরিসংখ্যান আফগানিস্তানের নয়, কথা বলছে নিউজিল্যান্ডের হয়েই। বিশ্বকাপে এর আগে দুই বার মুখোমুখি হয়েছে দুই দল।
সেই দুই বারও নিউজিল্যান্ড তুলে নিয়েছে অনায়াস জয়। ২০১৫ বিশ্বকাপে আফগানদের ৬ উইকেটে হারায় ব্ল্যাক-ক্যাপরা। সবশেষ ২০১৯ আসরে ৭ উইকেটে পরাজিত হয় নবী-রশিদরা।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: