
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিকে মরম আলী (৮০) নামের এক আসামিকে ময়মনসিংহের ধোবাউড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার পশ্চিম বালিগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তি ওই এলাকার মৃত আব্দুর রহমান ফকিরের ছেলে।
ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান জানান, মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন অপরাধে মরম আলীর বিরুদ্ধে ২০১৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে পলাতক ছিলেন।
ওসি আরও বলেন, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তিনি বিশেষ কাজে বাড়িতে এসেছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: