• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

না মানলে সাকিবকে বাংলাদেশ ক্রিকেটে রাখবে না বিসিবি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৩৩ পিএম
না মানলে সাকিবকে বাংলাদেশ ক্রিকেটে রাখবে না
সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

বিনোদন ডেস্ক : সাকিব আল হাসান সম্প্রতি বেটউইনার নিউজের সঙ্গে দূতিয়ালি চুক্তি করেছেন । যাতে সম্মতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুযোগ দিলেও সাকিব চুক্তি থেকে সরে আসতে ইচ্ছুক না থাকায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবকে হুঁশিয়ারি দেন পাপন। যেখানে তিনি বলেছেন, বেটউইনার না ছাড়লে আসন্ন এশিয়া কাপ থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিবের কোনো সম্পর্ক থাকবে না।

কয়েকদিন আগেই বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব। এ নিয়ে ফেসবুকে আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যেটি সংগতভাবেই ভালভাবে নেয়নি বিসিবি।

বাংলাদেশের আইনে বেটিং নিষিদ্ধ। বেটিং নিয়ে রয়েছে বিসিবির নিষেধাজ্ঞাও। তাই শুরু থেকেই সাকিবকে এই চুক্তি বাতিলের কথা বলে আসছে বিসিবি। তবে এতকিছুর পরও সাকিব এই চুক্তি থেকে সড়তে ইচ্ছুক না বলেই জানা গেছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image