• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আমরা মিডিয়ার বক্তব্য শুনে থাকি : সিইসি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:০৫ পিএম
আমরা মিডিয়ার বক্তব্য শুনে থাকি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনে পক্ষপাতিত্ব করার জন্য দায়িত্ব নেয়নি নির্বাচন কমিশন( ইসি)।’ তিনি জানান, ‘আমরা নিষ্ঠার ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা মিডিয়ার বক্তব্য শুনে থাকি।’     

বুধবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক এক বৈঠকে সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি । 

এ সময় সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহ নেওয়াজ বলেন, ‘এজেন্টদের সাহসী ভূমিকা পালন করতে হবে। নির্বাচনী কর্মকর্তারা সাহসী ভূমিকা পালন করলে এজেন্টরাও সাহসী ভূমিকা পালন করবে । তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে নির্বাচন অনেকটা এগিয়ে যাবে।’   

তিনি আরও বলেন, ভোট কেন্দ্রের প্রতিটি বুথে যদি সঠিকভাবে পোলিং এজেন্ট কাজ করে তাহলে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকে না । পাশাপাশি নির্বাচনের কাজে যারা যুক্ত থাকেন সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের শক্তভাবে দায়িত্ব পালন করতে হবে।   

এ সময় প্রার্থীর এজেন্টদেরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে । তাহলে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব । 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image